Print Date & Time : 23 April 2025 Wednesday 9:02 pm

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিরিজ বোমা হামলা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগ ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস গতকাল বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক আজগর আলী। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, কৃষি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সদস্য হাবিবুল হক পুলক প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ শ্লোগান দিয়ে দেশে মৌলবাদের, জঙ্গীবাদের উত্থান হয়। আওয়ামীলীগের ২৪ হাজার নেতা কর্মীর প্রাণের বিনিময়ে বাংলার মাটি থেকে বাংলা ভাই, শায়খ রহমান, মুফতি হান্নানের নেতৃত্বে জঙ্গী মৌলবাদের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় এদেশে জঙ্গীর যে ভাবে উত্থান হয়েছিলো আজকের আফগান দেখে আমরা শিহরিত হই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে।
বঙ্গবন্ধুর বাংলাদেশে জঙ্গী মৌলবাদের কোন ঠাঁই নেই।