নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষ্যে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী রবিউল ইসলাম ।
কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুন্সী মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য মহাম্মদ আলী, সহকারী প্রকৌশলী মোঃশফিকুল আজম, প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম বলেন, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে।

Discussion about this post