কুষ্টিয়া প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, আমাদের দেশের মানুষের বর্তমানে যে সামাজিক অবস্থান সেই জায়গা থেকে সীমিত সম্পদ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন ব্যাপার।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষের আস্থা, ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। বিদেশিরাও বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন সামনে রেখে নিরলস পরিশ্রমের মধ্যদিয়ে অনেক প্রতিকূলতার মোকাবিলা করে দেশকে গোটা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দে, বিজিবি ৪৭ কমান্ডের কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন মোঃ জাবেদ, সিইও গোলাম মোর্শেদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীনসহ রাজনৈতিক, সামাজিক,পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
জামাল, ২৯ এপ্রিল,২০২২