নিজস্ব প্রতিবেদক ॥ ৩০শে ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যেগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদ, যুব-বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোকারম হোসেন মোকা, কৃষকনেতা মিজানুর রহমান ডিউকসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, যারা বাংলাদেশের হালহকিকত নিয়ে গবেষণা করেন তারা বলছেন, এই পর্যন্ত ১১ লাখ কোটি টাকা পাচার হযেছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এভাবে টাকা পাচার করেন, মানব পাচার করেন, তারাই ৩০ ডিসেম্বর দিনের ভোট রাত্রের পাচার করেছে। তারপরও ক্ষমতাসীনরা গলাবাজী করেন। যুগ যুগ ধরে এটা প্রচারিত চোরের মাইর বড় গলা। ২০১৮ সালের এই ৩০ ডিসেম্বর গোটা জাতিকে পরাজিত করেছিলেন শেখ হাসিনা। কিন্তু জাতি তো পরাজিত হয় না। এই জাতির দীর্ঘ ইতিহাস, ৯ মাসের যুদ্ধের ইতিহাস, হাজার বছরের সংগ্রামের ইতিহাস। আবার এই জাতি তীব্র গতিতে জেগে উঠবে। শেখ হাসিনার ময়ুরের সিংহাসন আবার রাস্তায় লুটিয়ে দেবে, আবার গণতন্ত্র ফিরে আসবে, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, আবার গণতন্ত্রের মুক্ত বাতাস বইবে- সেই প্রত্যায় আজকে ব্যক্ত করছি। সোহরাব উদ্দিন তার বক্তব্য বলেন, ২০১৮ সালে ৩০ই ডিসেম্বর রাতে ব্যালটে সিল মেরে জনমত ও সমর্থনবিহীন এক অবৈধ সংসদ ও সরকার গঠন করা হয়েছে। এ সরকারের তিন বছরে দেশে অভাব ও দারিদ্র বেড়েছে। সেই সাথে মানুষের আয় কমেছে। অন্যদিকে দেশে ১৭ হাজারের উপর নতুন কোটিপতি বেড়েছে। সরকারের এসব গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে কন্ঠ রোধ সহ যাতে গণআন্দোলন গড়ে উঠতে না পারে সেজন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের কালো আইনে জনগণকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে কারারুদ্ধ করা হচ্ছে।

Print Date & Time : 5 July 2025 Saturday 12:11 pm