Print Date & Time : 20 July 2025 Sunday 10:07 am

কুষ্টিয়া পলিটেকনিকের ইলেট্রনিক্সের নবীন বরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক প্রথম পর্বের নবীন বরণ ও অষ্টম পর্বের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান-২০২১ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন ২০২২ সকাল ১১ টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান নাচ গান এর মধ্যে দিয়ে বিকাল ৪ টায় শেষ হয়।

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি বৃহৎ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশের ৪৮ টি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে কুষ্টিয়া পলিটেকনিক ৬ষ্ঠ স্থানে। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ৭টি টেকনোলজি রয়েছে। প্রতি বছরের ন্যায় কুষ্টিয়া পলিটেকনিকের ইলেকট্রনিক টেকনোলজি জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পূর্ণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দ্বায়িত্ব ) প্রকৌশলী মোঃ মুনির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সকল টেকনোলজির বিভাগীয় প্রধানগণ।

অনুষ্ঠানে সাভাপতিত্ব করেন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স টেকনোলজির চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রহমান।

দৈনিক দেশতথ্য//এল//