Print Date & Time : 28 August 2025 Thursday 9:18 am

কুষ্টিয়া পুলিশ লাইন্সে ভুয়া প্রবেশপত্র নিয়োগ প্রার্থী আটক

চাকরি নয়, সেবা”—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে  কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচায় কারণ হয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে দৌলতপুর থানার ধর্মদাহ গ্রামের পূর্বপাড়া এলাকার মঞ্জুর রহমানের ছেলে অভি ইসলাম (১৯) ভুয়া প্রবেশপত্র নিয়ে পুলিশ লাইন্স মাঠে পুলিশে চাকরির জন্য আবস্থান করেন।

এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার  মোঃ খাইরুল আলম পুলিশ লাইন্স মাঠে  সার্বিক নজরদারির রাখেন এবং অভি ইসলামের (১৯) পরিচয় পএ দেখে সন্দেহ হলে বিষয়টি  যাচাই-বাছাই করে তাৎক্ষণিক ভুয়া প্রবেশপত্র নিয়ে পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে প্রবেশ করার কারণে  কুষ্টিয়া জেলা পুলিশের নির্দেশে অভি ইসলামকে ভুয়া প্রবেশপত্রসহ আটক করেন।

কুষ্টিয়া মডেল থানার এসআই(নিঃ)/জিন্নাহ আহম্মেদ বাদী হয়ে  ১১/০২/২৩ তারিখে কুষ্টিয়া  মডেল থানায় মামলা নং-২১, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড রুজু করেন।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলামকে মুঠোফোনে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।