নিজস্ব প্রতিবেদক : ॥ কুষ্টিয়া পৌরসভার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপূত্র শেখ রাসেলের জন্মদিন ও রাসেল দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ম.আ. রহিম মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। প্যানেল মেয়র শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সচিব কামাল উদ্দিন, কাউন্সিলর সাইফ-উল হক মুরাদ, আনিছ কোরাইশী, মীর রেজাউল ইসলাম বাবু, শাহজালাল, নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান পাখি। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া পৌরসভা জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ।

Print Date & Time : 22 April 2025 Tuesday 9:24 am