Print Date & Time : 14 July 2025 Monday 7:33 pm

কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্দ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুষ্টিয়া ইউনিট এর উদ্যেগে এবং কাতার রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় হতে জেলার বিভিন্ন উপজেলা এবং পৌরসভার অসহায় দরিদ্র, শীতার্ত ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।

২৯ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় কুষ্টিয়া রেড ক্রিসেন্টের কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়েছে।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়,গরীব ও দরিদ্র মানুষের হাতে শীত নিবারনের জন্য কম্বল তুলে দেন কুষ্টিয়া ইউনিটের মাননীয় চেয়ারম্যান মোঃ সদর উদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত ভাইস-চেয়ারম্যান চৌধুরি মুরশেদ আলম মধু,সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য জনাব মোঃ আজগর আলী, ইউনিট কার্য নির্বাহী কমিটির সদস্য জনাব আ.স.ম আকতারুজ্জামান মাসুম,সাজেদা হোসেন, মোঃ মুকুল হোসেন,মহাম্মদ শামসুর রহমান বাবু,আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক,সেলিম আহমেদ ও সম্মানিত আজীবন সদস্যগন। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার প্রতিধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার সাঈদ মো: শামীম রহমান।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,২৯ জানুয়ারি ২০২৩