কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি বাসায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সাথে সাথে বিস্ফোরণে ৩ জন অগ্নিদগ্ধ হওয়ার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার মেয়ে এবং রবিবার মায়ের মৃত্যু হয়।
উভয় কে কুষ্টিয়া হাউজিং চাদাগাড়া গোরস্হানে পাশাপাশি দাফন করা হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। অপরজন নিহত মহিলার দেবর ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছে বলে এলাকা সূত্রে জানা যায়। তার অবস্থা আশংজনক।
১৫ মে সোমবার বিকেলে নিহতদের আড়ুয়াপাড়া ভাড়া বাসায় যেয়ে কাউকে পাওয়া যায় নি। নিহতদের নাম ও বয়স জানতে চাদাগাড়া গোরস্থানে গেলে ইমাম সাহেবের কাছে তথ্য আছে বলে জানা যায়। একজন কর্মচারী মা ও মেয়ের পাশাপাশি কবর দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ মে ২০২৩

Discussion about this post