সেলিম আহামেদ তাক্কু ॥ কুষ্টিয়া শহর ও মহা সড়কে দেদারছে বির্দপে দাপিয়ে বেড়াচ্ছে অধৈধ যান অন্যদিকে বৈধ যানের বিভিন্ন পন্থ্যায় জরিমানা ভোগান্তি শেষ নেই! সরজমিনে দেখা গেছে মজমপুর রেল গেট ট্রাফিক অফিসের সামনে মোটরসাইকেলের কাগজ পত্র চেক করছেন পুলিশ সার্জেন্ট ঠিক তখনি পাশ দিয়ে ৪/৫ টি অধৈধ যান বিরর্দপে বেড়িয়ে গেল নেই ফিটনেস নেই ড্রাইভিং লাইসেন্স নেই কোন কাগজপত্র অথচ দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে কুষ্টিয়াতে এই সমস্ত যানবাহন অথচ সার্জেন্ট সাহেব শুধু ঘার বেকিয়ে একটু দেখলেন। একাধিক সূত্র জানিয়েছে অদক্ষ অযোগ্য ব্যক্তিরাই এই গাড?ির ড্রাইভিং করে থাকে যা দের নেই কোন ড্রাইভিং লাইসেন্স গাড়ী এবং চালক অথ্যাৎ পুরাটায় অবৈধ ফলে ঘটছে নানান ধরনের দুর্ঘটনা। এই সমস্ত পরিবহন দিনরাত বালি বোঝাই করে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়ালেও প্রশাসনের নেই কোন নজরদারী বা প্রয়োজনিয় পদক্ষেপ। প্রতিনিয়তই বীরদর্পে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে এই যানবাহন অবাধে চলাচল করার কারণেই বিভিন্ন রুটে সৃষ্টি হচ্ছে যানজটের ! বিকট শব্দ আর কালো ধোয়ার কারণেই পরিবেশ দূষণ হচ্ছে ব্যাপকহারে ।কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে চলে এই যানবাহন যার ভোগান্তীর শিকার হয়নি এমন ব্যক্তি নেই ,,বালি আর খোয়ার ধুলাতে সম্প্রতি একজন মটরসাইকেল চালক আটোরিক্সার সাথে একসিডেন্ট করে তর শরিরের বেশ কিছু স্থানে যখম হয় ! শুধু তাই নয় এ সকল যানবানে গতি থাকে অনেক বেশি স্কুল-কলেজ চলাকালীন সময়ে শহরের মধ্যে বীরদর্পে এই সমস্ত অবৈধ যানবাহন চলাচল করলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেছে প্রশাসনের সহযোগিতায় এই সমস্ত অবৈধ যানবাহন প্রধান সড়কে চলাচল করে থাকে। আবার কেউ কেউ বলেছে রাজনৈতিক ছত্রছায়ায় এই অবৈধ যানবাহন চলাচল বেড়ে গেছে। যেখানে পুলিশ বিভিন্ন সময়ে বাস ট্রাক মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চেক করছে আবার তাদের সামনে দিয়েই বুক ফুলিয়ে এই সমস্ত অবৈধ যানবাহন কিভাবে চলাচল করে তা খতিয়ে দেখা দরকার বলে অভিজ্ঞ মহল মন্তব্য করেছেন ,শহরবাসীর দাবী দ্রুত এ সকল যানবাহন বন্ধ করতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা জরুরী !

Discussion about this post