Print Date & Time : 23 April 2025 Wednesday 1:37 pm

কুষ্টিয়া সদর হাসপাতালে বিএমএর চিকিৎসা সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন কুষ্টিয়া শাখার আয়োজনে এবং এসিআই ফার্মাসিউটিকালস্ এর সৌজন্যে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির যুগ্ম আহবায়ক ডাঃ এএফএম আমিনুল হক রতন।

কুষ্টিয়া বিএমএর সভাপতি ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম মুসতানজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ ডাঃ দিলদার হোসেন, বিএমএ নেত্রী ডাঃ আসমা জাহান লিজা, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সালেক মাসুদ প্রমুখ।

ডাঃ রাজিব মৈত্রর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমএ কুষ্টিয়া শাখার যুগ্ম সম্পাদক ডাঃ তাপস কুমার সরকার। বক্তাগণ বলেন জননেত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধকল্পে সকল শ্রেণী পেশার মানুষকে একটি জাতীয় ঐক্যমত তৈরি করেছেন। ভ্যাকসিন গ্রহণ এবং যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে।