ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আতাউর রহমান আতা।
সভাপতিত্ব করেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়।
বক্তারা বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারন শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। এতে শরীর ও মন উভয় ভালো থাকে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগি হতে হবে। আগামী দিনে দেশের হাল ধরার আহবান জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২২ মার্চ ২০২৩