স্টাফ রিপোর্টার:কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর সকালে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আজমল গণির সভাপতিত্বে ওরিয়েন্টেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি মো: রফিকুল আলম টুকু, সহ সভাপতি মিজানুর রহমান লাকী, সদস্য সুভাশীষ সাহা খোকন, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যাপক তৌফিক আহমেদ, সহকারী শিক্ষক মো: রওশন আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: রায়হানুল ইসলাম। কলেজের প্রায় ২০০ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post