Print Date & Time : 30 July 2025 Wednesday 12:25 pm

কুষ্টিয়া সরকারী কলেজ রসায়ন বিভাগের রজত জয়ন্তী

“রসায়নের বীর বীরঙ্গনা বুদ্ধির শানে, হৃদয়ের টানে, রুদ্ধ কপাট ভানে, জাগো বাহে রজত জয়ন্তী পানে” এই আহবানে বর্ণিল আয়োজনে কুষ্টিয়া সরকারী কলেজ রসায়ন বিভাগের ২৫বর্ষপূর্তি ও রজত জয়ন্তী পালন করলো বিভাগের অগ্রজ-অনুজ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীদের উচ্ছসিত ডিসপ্লে, পায়রা উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালী শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনভর এই উৎসবে প্রিয়জনদের সাথে মিলন মেলায় মেতেছিলো বিভাগের সকল শিক্ষার্থীরা।

কুষ্টিয়া সরকারী কলেজ রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড: অরূন কুমার রাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদের। বিশেষ অথিতি ছিলেন উপাধ্যক্ষ আনসার হোসেন ও অধ্যাপক লাল মোহাম্মদ প্রমুখ।

এই আয়োজনের সভাপতি প্রফেসর ড: অরূন কুমার রাহা শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘১৯৯৭ সালে যাত্রা শুরুর পর থেকে এক পা দুপা করে চলতে চলতে রসায়ন বিষয়ের অনার্স কোর্স প্রতিষ্ঠার ২৫ বছরের পদার্পন করলো। এই পদার্পন ক্ষনটি স্মৃুতির পাতায় ধারণ করতেই নানা কর্মসূচীর সংযোজনসহ বর্ণিল ও উৎসবমুখর আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে দুর দুরান্ত থেকে যার শিক্ষাজীবনের স্মৃতি সন্ধানে আজ এখানে সমবেত হয়েছেন সেসব অগ্রজ অনুজসহ বর্তমান যারা বিভাগটি সমৃদ্ধ করেছে সবাইকে আন্তুরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়’। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য অনুভুতি প্রকাশ করে বক্তব্য তুলে ধরেন শিক্ষার্থীরা। পরিশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আয়োজনে মিলিত সতির্থরা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,১০ ফেব্রুয়ারী ২০২৩