Print Date & Time : 17 July 2025 Thursday 7:53 pm

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (রেজি: নং-খুলনা ২০৬৯) নব নির্বাচিত কার্য্য নির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুর দুইটাই শহরের এনএস রোডের কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও পরিচালনা করেন সাধারন সম্পাদক শামিম উল হাসান অপু।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সাধারন সম্পাদক এমএ জিহাদ, কোষাধাক্ষ্য এনামুল হক ও দপ্তর সম্পাদক এস এম মাহফুজ- উর রহমান।
উক্ত সভায় নবগঠিত কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান, সদস্যদের মাসিক চাঁদাসহ বিভিন্ন গুরুক্তপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কুষ্টিয়ার আলোচিত সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা কান্ডে জড়িতদের আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান হয়। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন ও দেশের সকল সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমুল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি)

দৈনিক দেশতথ্য//এল//