স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (রেজি-খুলনা-২০৬৯) নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুষ্টিয়া শহরের এনএস রোডে ইউনিয়নের অস্থায়ী কার্যালায়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক শামিম উল হাসান অপু।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার,যুগ্ম সম্পাদক এমএ জিহাদ, সাংগাঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক এস এম মাহফুৃজ উর রহমান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য শেহাব উদ্দিন ও মোকাদ্দেস হোসেন সেলিম। আলোচনা সভায় অভিষেক অনুষ্ঠানসহ বিভিন্ন জরুরী বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিক রুবেল হত্যা কারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হয়রানি মুলক মিথ্যা মামলা থেকে কুষ্টিয়াসহ দেশের সকল নিপিড়িত সাংবাদিকদের মামলা থেকে অব্যাহত দিতে হবে।
দৈনিক দেশতথ্য//এল//