Print Date & Time : 10 May 2025 Saturday 8:44 pm

কুষ্টিয়া সিটি কলেজে জাতীয় শোক দিবস পালন

কুষ্টিয়া প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া সিটি কলেজে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে
পবিত্র কুরআন তেলাওয়াত করেন সিনিয়র লেকচারার মোঃ রহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, সিনিয়র লেকচারার মোঃ আশাদুল হক, মোঃ রুহুল আমীন, মাহফুজা আক্তার প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস। রচনা প্রতিযোগিতায় একাদশ শ্রেণির ছাত্র আসমাউল হুসনা রিতু ১ম, শাহারুল ইসলাম ২য় এবং ছামিউর রহমান ৩য় স্থান অর্জন করন। সান্ত্বনা পুরস্কার পান তাসলিমা সুলতানা রিয়া ও আব্দুস সামাদ।

দৈনিক দেশতথ্য//এল//