Print Date & Time : 10 May 2025 Saturday 8:44 pm

কুষ্টিয়া সিটি কলেজে ভিইসির সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান ও জৈষ্ঠ প্রভাষক মাহফুজা আক্তার ভার্চুয়াল এডুকেটর’স কোলাবোরেশন-ভিইসি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন ভুঁইয়া এক বার্তায় তাদের অভিনন্দন জানিয়েছেন।

৯.মেয়াদউত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, বাগেরহাট, যশোর ও মেহেরপুর জেলায় মঙ্গলবার (০৫ জুলাই) বাজার তদারকি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তদারকি অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদউত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। পাশাপাশি সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত ওই সকল অভিযানে স্ব স্ব জেলা বাজার কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//