Print Date & Time : 25 August 2025 Monday 1:58 am

কুষ্টিয়া সিবি এর নেতা মতিউরকে বদলির প্রতিবাদে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সিবি এর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এইস এম মতিউর রহমানকে বদলি করার প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক-কর্মচারী। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর থেকে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া সিবি এর সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে মতিউর রহমানের বদলির আদেশ বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এর আগে বদলির প্রতিবাদে সকাল থেকেই কর্মবিরতি পালন করছে গণপূর্ত বিভাগের সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা।
উল্লেখ্য, গতকাল বিকেলে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া সিবি এর সাধারন সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এইস এম মতিউর রহমানকে বরিশালে বদলি করা।

দৈনিক দেশতথ্য//এল//