Print Date & Time : 27 July 2025 Sunday 8:54 pm

কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

বৃহঃবার ১৫ ই জুন কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিল, হেরোইন ও ট্যাপেন্টাডল সহ তিনজনকে আটক করা হয়েছে ।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত সোলেমান জোয়ার্দ্দার এর পুত্র মোক্তার হোসেন (৫০), দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের মৃত মফের আলীর পুত্র মহিবুল ইসলাম মিলন (৫০) এবং একই গ্রামের মৃত তাছেন আলীর পুত্র লাভলু (৫৫) ।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহঃবার ১৫ ই জুন সকাল ৮টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৬/২-এস থেকে আনুমানিক এক হাজার গজ দূরে বাংলাদেশের ভিতরে মোহাম্মদপুর বাজারে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০.০০২ কেজি হেরোইন ও ০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোক্তার হোসেনকে আটক করা হয় । আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পাঁচ হাজার আট শত টাকা ।

গুগোল নিউজে আমাদের ফলো করুন
বিজিবি সূত্রে আরো জানা যায়, অপর আর একটি অভিযানে বৃহঃবার ১৫ ই জুন দুপুর ১টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপি’র সীমান্ত পিলার ১৪৮/৩-এস থেকে আনুমানিক এক হাজার গজ দূরে বাংলাদেশের ভিতরে প্রাগপুর গোরস্থান মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৯ বোতল ফেন্সিডিল, একটি হাসুয়া ও একটি প্লাস্টিকের বস্তা সহ লাভলু ও মহিবুল ইসলাম মিলনকে আটক করা হয় ।

আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এগারো হাজার নয় শত বিশ টাকা । শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত মাদকদ্রব্য ও অনান্য মালামাল সহ আসামীদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করার কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে “

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ জুন ২০২৩