Print Date & Time : 16 April 2025 Wednesday 6:01 am

কুসুমকলি বিদ্যানিকেতনে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

গাজীপুরের শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে কুসুমকলি বিদ্যানিকেতনে পালিত হলো পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে। সকাল থেকেই শিক্ষার্থীদের মুখে ছিল উৎসবের আমেজ, আর চারপাশে ছিল রঙিন সাজসজ্জা ও লোকজ সংস্কৃতির ছোঁয়া।

অনুষ্ঠানের শুরুতে ছিলো আনন্দ শোভাযাত্রা, যেখানে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হয় নববর্ষের গান, কবিতা আবৃত্তি, নৃত্য এবং ছোট নাটিকা। শিক্ষার্থীদের পরিবেশনায় উঠে আসে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য।বিদ্যালয় প্রাঙ্গণে বসে পান্তা-ইলিশের আয়োজন ও হস্তশিল্পের স্টল। অভিভাবক, শিক্ষক ও অতিথিরা এতে অংশ নিয়ে দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলেন।

কুসুমকলি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শওকত ওসমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুসুমকলি বিদ্যানিকেতন প্রতিষ্ঠাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষী সালেহা আক্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন পৌর শাখা সভাপতি শামীম আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক হাসিব প্রমুখ।

কুসুমকলি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শওকত ওসমান সেলিম বলেন “আমাদের নতুন প্রজন্ম যেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে জানে এবং ভালোবাসে, সে লক্ষ্যেই প্রতিবছর এ আয়োজন করা হয়।” এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাঙালিয়ানা চর্চায় অনুপ্রেরণা জুগিয়েছে এবং দিনটি আনন্দ ও উৎসবে পরিপূর্ণ করে তুলেছে।