Print Date & Time : 13 May 2025 Tuesday 3:27 am

কুড়িগ্রামের উলিপুরে শীতার্তদের পাশে গ্রামীণ ব্যাংক

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে তীব্র শীত ও ঘন কুয়াশায় কাতর মানুষের কথা চিন্তা করে শীতার্ত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ ব্যাংক।

গতকাল গ্রামীন ব্যাংকের কুড়িগ্রাম জোনাল ম্যানেজার মোঃ আব্দুল হালিম এর দিক নির্দেশনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার এরিয়ার ৯টি শাখায় শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উলিপুর এরিয়া ম্যানেজার সোহেল আহমেদ জানান, শীত থাকা পর্যন্ত এ উপজেলার ৯টি শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

উল্লেখ্য, কুড়িগ্রাম জোনের ৪৬টি শাখা অফিসে একযোগে শীতার্ত দরিদ্র সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিন প্রতিটি শাখা অফিসে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//