কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ও ঘোগাদহ ইউনিয়নে আন্ত্মর্জাতিক দাতা সংস্থা ইউএন ওমেন ও স্থানীয় বেসরকারি সংগঠন এএফএডি’র উদ্যোগে ২৭৫টি হতদরিদ্র পরিবারে ৪হাজার ৫শ’ টাকা করে মোট ১২লাখ ৩৭হাজার ৫শ’ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় পৃথকভাবে হলোখানা ও ঘোগাদহ ইউনিয়ন পরিষদ হলরম্নমে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ইউএন ওমেন’র প্রতিনিধি এথেনা, প্রোগ্রাম অফিসার প্রিয়দর্শিনী অভি, এএফএডি সংস্থার নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে অসহায় পরিবার থেকে স্বামী পরিত্যক্তা, নারী পরিবার প্রধান ও প্রতিবন্ধী পরিবার সনাক্ত করে মোবাইলের মাধ্যমে টাকা ট্রান্সফার করে পরবর্তীতে নগদভাবে এসব অর্থ বিতরণ করা হয়।
জা// দেশতথ্য// ১১ অক্টোবর ২০২২//

Discussion about this post