কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী তিথীতে দক্ষিণপাড়া সর্বজনীন মন্দিরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।সোমবার দুপুর ১২ টায় কুমারী পূজায় শত শত দর্শনার্থী ও পূজারী অঞ্জলী প্রদানসহ প্রার্থনা অংশ নেয়।
এ সময় কুমারী পূজা পরিদর্শনে এসে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, এ্যাড. আব্রাহাম লিংকন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, রামকৃষ্ণ আশ্রম কুড়িগ্রামের সভাপতি অমল ব্যানার্জী, সেক্রেটারী জেনারেল উদয় শংকর চক্রবর্তী, দক্ষিণপাড়া মন্দির কমিটির সভাপতি শ্যামল ভৌমিক প্রমূখ। বক্তারা সৌহাদ্য ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সার্বজনীন উৎসব হিসেবে শারদীয় দূর্গোৎসব পালন করার আহ্বান জানান সকলকে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post