শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার গ্রন্থগারসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুড়িগ্রামের ভিতরবন্দ শিশু পার্ক চত্বরে এই মিলন মেলার আয়োজন করে ভিতরবন্দ পাবলিক লাইব্রেরী। এতে জেলার ৯টি উপজেলার প্রায় শতাধিক পাঠাগারের লাইব্রেরিয়ানসহ গ্রন্থগারসেবীরা অংশ নেন।
এ সময় লাইব্রেরির সভাপতি খন্দকার আমিনুল হক বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিনহাজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা,শিক্ষাবি ও লেখক সুব্রত কুমার ভট্টচার্য, সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক ইউসুফ আলমগীর।
পরে গ্রন্থগার আন্দোলনে অবদান রাখাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও মিলন মেলায় শিশুদের কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুরস্কার হিসেবে বইসহ বাই সাইকেল উপহার দেয়া হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//