Print Date & Time : 14 July 2025 Monday 6:02 pm

কুড়িগ্রামে জাতীয় পার্টি পদবঞ্চিতদরে সড়ক অবরোধ

কুড়িগ্রামে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ
মিছিল ও সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টি বর্ধিত সভা
র্বজন করে রংপুর-কুড়িগ্রাম -ভূরুঙ্গামারী সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। তাদের দাবী কুড়িগ্রাম-২ আসনরে সংসদ সদস্য
পনির উদ্দিন আহম্মদকে আহবায়ক কমিটির গুরুত্বর্পুন পদে না রেখে পকেট
কমিটি তৈরি করা হয়েছে। যা সামনে জাতীয় নির্বাচনে দলের ক্ষতির কারণ হয়ে
দাঁড়াবে।

জাতীয় পার্টির আহবায়ক কমিটির আহবায়ক সাবেক এমপি মোস্তাফিজার রহমানের
নেতৃত্বে বর্ধিত সভা বয়কট করে বিক্ষোভ সমাবেশ করে পদবঞ্চতিরা। এসময় তাদের
সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

জেলা জাতীয় পার্টির বর্ধিত সভার সদস্য সচিব মেজর আব্দুস সালাম বলনে, এমপি
পনির উদ্দিন আহমেদ এই আহবায়ক কমিটির একজন সদস্য। তাকে সভায় আমন্ত্রণ
জানানো হলেও তিনি সেটি বর্জন করে এই অনাকাংখতি ঘটনা ঘটিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এইচ/