শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে জেলা পরিষদ দৃষ্টিনন্দন শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে।
গতকাল (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পুরাতন হাসপাতাল পাড়াস্থ পৌরসভার ২ নং ওয়ার্ডে দৃষ্টিনন্দন জেলা পরিষদ শিশু পার্ক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ হাসান লোবান, রবি বোস,যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু , সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শখার সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার,উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মাসুদা ডেইজী,শিউলি বেগম,আরমিন নাহার,সাধারণ সদস্য মিনহাজুল ইসলাম আয়ুব,জহির উদ্দিন,একরামুল হক বুলবুল,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চাঁদ প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কুড়িগ্রামের উন্নয়ন হবে। ধরলা বীজের পূর্ব পাড়ে শেখ রাসেল শিশু পার্ক আগামীতে করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post