Print Date & Time : 4 July 2025 Friday 5:36 pm

কুড়িগ্রামে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: সারা দেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে।আজ সকাল ১০ টায় কুড়িগ্রাম পৌরসভা মাঠে এটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক এমপি) মোঃ জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক খন্দকার নুরুন্নবী বাবলা,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, কুড়িগ্রাম জেলায় ৪২ জন ডিলারের মাধ্যমে ৭৩ টি ইউনিয়ন ও ৩ টি পৌরসভায় মোট ২ লাখ ৭৭ হাজার ৮৮০ জন উপকার ভোগির কাছে দুই পর্যায়ে প্রতিজনকে ২ কেজি চিনি,২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল ৪৬০ টাকা দরে বিতরন করা হবে। এবং ২য় পর্যায়ে ২ কেজি ছোলা বিতরণে আরও ১ শত টাকা সহ মোট ৫৬০ টাকা দরে বিতরণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এল//