Print Date & Time : 21 August 2025 Thursday 1:54 am

কুড়িগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, ঘুমন্ত শিশু নিহত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে গাছের গুড়ি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ঘরের উপর উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা ৭ বছরের শিশু ইছা মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে।

রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনের বাঁধ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি শিমুল গাছের গুড়ি বোঝাই করে যাত্রাপুর বাজার থেকে ঢাকা যাচ্ছিলো।

নিহত ইছা মিয়ার বাবার নাম সফিকুল ইসলাম। সে যাত্রাপুর ইউনিয়নের পরিষদ পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঝুঁকিপুর্ণ বাঁধ রাস্তা দিয়ে গাছের গুড়ি নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা লাগোয়া একটি ঘরের উপর উঠে যায়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু ইছা মিয়া গাছের গুড়ির চাপায় প্রাণ হারায়। ঘটনার পরপর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ গাছের গুড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। গাড়ির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//