Print Date & Time : 2 July 2025 Wednesday 3:58 am

কুড়িগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ উপলক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজররুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ইশমত আরা, কৃষি অফিসার মো. জাকির হোসেন, সমাজসেবা অফিসার মো. হাবিবুর রহমান প্রমুখ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি ও কেবিনেট ডিভিশনের সহযোগিতায় এবং কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ২৩টি স্টল নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করে। মেলায় ৩৮জনকে কম্পিউটার প্রশিক্ষনের জন্য সনদ বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//