শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনজন গুণি শিক্ষককে সন্মাননা প্রদান করা হয়েছে।
এছাড়া কেককাটা, আলোচনা, সংগীতানুষ্ঠান ও সংবাদপ্রদর্শনীসহ নানা আয়োজন ছিল।
প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
শুভসংঘের জেলা সভাপতি খন্দকার খায়রুল আনমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত আইনজীবী এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সামিউল হক নান্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক শফি খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক।
সন্মাননা প্রাপ্ত শিক্ষকেরা হলেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মো: সৈয়দ আলী পাটওয়ারী, কুড়িগ্রাম সদরের নেফারদরগা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীনবন্ধু রায় ও চান্দের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান সরকার।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post