Print Date & Time : 20 April 2025 Sunday 8:16 pm

কুড়িগ্রামে দুর্যোগে আগাম বার্তা বিষয়ক প্রশিক্ষন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে ব্রহ্মপূত্র বেল্টে অবস্থানরত ৩৬০জন স্বেচ্ছাসেবকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়েছে।বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ’র ট্রান্সবাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রকল্প ইন সাউথ এশিয়া এই প্রশিক্ষনের আয়োজন করে।

শনিবার সকালে কুড়িগ্রাম আরডিআরএস প্রশিক্ষন কক্ষে সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও শিশু সংগঠক হুমায়ুন কবির সূর্য, প্রকল্প কর্মকর্তা এবিএম হাসানুল কবির, প্রশিক্ষক রিপন আলী ও রহিমা বেগম।

প্রশিক্ষনে দুর্যোগে আগাম বার্তা বিষয়ে ৬টি গ্রুপে ১৮০ স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিতা কুড়িগ্রাম আরডিআরএস প্রশিক্ষন কক্ষে এবং অপর ১৮০জন বিভিন্ন ইউনিয়নে অবস্থিত আরডিআরএস ফেডারেশন হলরুমে এই প্রশিক্ষন গ্রহন করে। প্রশিক্ষন প্রাপ্তরা বন্যার ক্ষয়ক্ষতি কমাতে পরিবার, কমিউনিটি ও স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আয়োজকরা জানান।

দৈনিক দেশতথ্য//এসএইচ//