Print Date & Time : 11 September 2025 Thursday 6:52 am

কুড়িগ্রামে দৈনিক আমার সংবাদ’র প্রতিনিধিদের মতবিনিময় সভা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে দৈনিক আমার সংবাদ পত্রিকায় কর্মরত নয় উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) বেলা ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাব সৈয়দ শামছুল হক মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদ’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার,৭১ টিভির জেলা প্রতিনিধি রাজু মোস্তাফিজ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কন্ঠ, ও দি ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ,বৈশাখী টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজ খন্দকার,ইউএনবি বার্তা সংস্থা,দৈনিক ইনক্লাব ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম বেবু,দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার ও দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু,দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক খবর পত্র জেলা প্রতিনিধি শাহীন আহমেদ,দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু,দৈনিক আমার সংবাদ নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি নূর-ই-আলম সিদ্দিক, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান, রাজারহাট উপজেলা প্রতিনিধি এনামুল হক সরকার,রাজিবপুর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,রৌমারী উপজেলা প্রতিনিধি মোঃ বেলাল হোসেন প্রমুখ।

দৈনিক দেশতথ্য// এইচ//