শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে পাওনা টাকা চাওয়ায় সহোদর ভাই কর্তৃক হত্যার হুমকি, প্রতারণা ও হয়রানিসহ নানা অভিযোগের সুবিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগির ছোট ভাই।
রবিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ভুক্তোভোগী ফখরুল ইসলাম বলেন, অভিযুক্ত নাগেশ্বরীর বোয়ালের ডোবা এলাকার মোজাফফর মাহমুদ সহোদর ভাই ও কুড়িগ্রাম পৌর এলাকার তাঁতী পাড়ায় আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ঐষর্য এন্টারপ্রাইজের হিসাব রক্ষক হওয়ায় ১৫ দিনের জন্য তিনি আমার কাছ থেকে ৫০ লাখ টাকা ধার হিসেবে নেয়।
কিন্তু সময় পেরিয়ে গেলেও পাওনা টাকার জন্য বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এরমাঝে দুইবার ইসলামী ব্যাংক কুড়িগ্রাম শাখার চেক প্রদান করলেও ব্যাংক কর্তৃপক্ষ আমাকে ডিজওনার সার্টিফিকেট দেয়।
ফলে লিগ্যাল নোটিশের মাধ্যমে তার কাছে টাকা চাইলেও ৩০দিন পেরিয়ে গেলেও কোনো সদুত্তর পাইনি। তার কাছে পাওনা টাকা চাইতে গেলেই আমাকে তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করাসহ নানা ধরণের হুমকি দিয়ে আসছে। আমি এর সুবিচার চাই।
আমার টাকা যদি ফেরত না পাই তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্ত্মাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব, এম আর মিন্টু, তুহিন ওয়াদুদ, আশরাফুল হক রুবেল, নাজমুল হোসেন, জুয়েল রানা, সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post