কুড়িগ্রাম স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। সোমবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেযারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্ত্মাফিজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
বক্তারা বলেন, শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে উঠার জন্য স্কুল পর্যায়ে খেলাধুলা খুবই জরুরী। এতে শিশুদের মানুসিক বিকাশের পাশাপাশি মাদক আসক্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ভবিষতে খেলাধুলায় দেশকে নেতৃত্ব দেয়ার মত প্রতিভা আলো ছড়াবে। জেলার ৯টি উপজেলা থেকে দুটি করে মোট ১৮টি গ্রুপ জেলায় অংশ গ্রহন করে। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধুকাপে সদর উপজেলা বানুরকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নাগেশ্বরী মডলে সরকরি প্রাথমিক বিদ্যালয়কে, রাজারহাটের রতিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে রাজীবপুরের বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে রৌমারী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে ফুলবাড়ীর জোতকৃষ্ণ হরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও ভুরঙ্গামারীর বাঁশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯-০ গোলে চিলমারীর থানাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
জা// দেশতথ্য// ১০ অক্টোবর ২০২২//

Discussion about this post