আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট সুনামগঞ্জের পর এবার কুড়িগ্রাম জেলায় বন্ধন মানবিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৪ঠা জুলাই সোমবার দিনব্যাপী জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সংস্থাটির পক্ষ থেকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, আধকেজি ডাল, আধ লিটার সোয়াবিন,গুড়,সাবান,স্যালাইন,ফিটকারী, দুধ,চকলেট,মোমবাতি,ম্যাচ ও পানিসহ মোট ১০টি নিত্যপ্রয়োজনীয় উপকরন সম্বলিত প্যাকেজ স্থানীয় জনসাধারনের মধ্যে বিতরন করা হয়
সংস্থার পক্ষে ত্রাণসামগ্রী বিতরন করেছেন, বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post