শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছ ইউনিয়নের আমিনুল ইসলাম (৪০) নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে পল্লী বিদুৎ অফিস সংলগ্ন ছোট পুলের পার এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বোর্ডের বাজার এলাকা বাসিন্দা বলে জানা গেছে। তিনি রংপুরে একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাছাড়াও তিনি প্রতি সপ্তাহে কুড়িগ্রামের ভাড়া বাড়িতে আসতেন
স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী নাম নাছিমা বেগম। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। আমরা ধারনা করছি তাদের পারিবারিক কলহের কারনে তিনি আত্মাহত্যা করতে পারেন। গতকাল সন্ধ্যায় নিহত আমিনুল ইসলাম বাড়িতে এসেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//