Print Date & Time : 23 September 2025 Tuesday 9:24 am

কুড়িগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল নারীর

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম সদর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে রমিছা বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারী সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার পানাতিপাড়া গ্রামের মোঃ আব্দুল সাত্তারের মেয়ে ও স্বামী পরিত্যাক্তা। এবং দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানায়, বিদ্যুতের লাইনে ব্যাটারী চালিত অটোরিকশা চার্জে দেয় ছোট ভাই মকমল হোসেন। সকালে অটোরিকশা চার্জ থেকে খুলে নিয়ে গেলেও চার্জ দেয়া বিদ্যুতের তার ভুল বসত অরক্ষিত ছিল। পরে নিহত রমিচা বেগম ওই তার গোটাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু বিষয়টি কেউ আমাকে জানায় নি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

দৈনিক দেশতথ্য//এসএইচ//