শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
এখনই কাজ শুরু করি কুষ্ঠ রোগ নির্মুল করি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে ও লেপ্রা বাংলাদেশ’র উদ্যোগের্ দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস থেকে একটি বর্ণাঢ্য যালি বের হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিন করে। এছাড়ও যালি, আলোচনা সভা ও ১৫জন কুষ্ঠ রোগীকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়।
পরে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. লুৎফর রহমান, টিবি ল্যাপরসি বিভাগের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আবু যুবায়ের, মেডিকেল অফিসার ডা. দেবজিৎ রায়, ডা. জারিন তাসলিন, ডা. মো. আনম গোলাম মোহাইমেন, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল মান্নান প্রমুখ।
৮. রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
রামগঞ্জ, (লক্ষ্মীপুর) থেকে মোঃ আউয়াল হোসেন পাটওয়ারীঃ রামগঞ্জ প্রেক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি(শনিবার) বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে জনকন্ঠ ডেইলি সান পত্রিকার প্রতিনিধি রহমত উল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদ ও ডেইলি ট্রাইবুনাল প্রতিনিধি মো: তৌহিদুল ইসলাম কবির, সহ-সভাপতি পদে আলোকিত প্রতিদিনের এম এ হালিম খান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আমাদের অর্থনীতির জিএস নজরুল ইসলাম নির্বাচিত হয়েছে।
এ ছাড়াও বিনা প্রতিদ্বন্ধতায় অর্থ ও দপ্তর সম্পাদক পদে আমার সংবাদের রাজু হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্বদেশ বিচিত্রার আবদুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমরান হোসেন রাজন, কার্যনির্বাহী সদস্য পদে সংবাদ সারাবেলার ছায়েদ হোসেন, আশ্রয় প্রতিদিনের কাজী মহিউদ্দিন, খবর পত্রের ওমর ফারুক, গনকন্ঠের পারভেজ হোসাইন নির্বাচিত হন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা ও প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন।
এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post