শাহীন আহমেদ, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ৫২ কেজি গাঁজা ও ৫৩ বোতল ইস্কাফসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ২ নং শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে জনৈক হেলাল উদ্দিনের বাড়ির সামনে বস্তার ভিতর মোট ৫২ কেজি গাঁজাসহ ফুলবাড়ীর নাওডাঙ্গা বড়াইকারি গ্রামের মাদক কারবারি শহিদুল ইসলাম (৩৫) ও গজের কুটি গ্রামের সুমন (৩৮)কে গ্রেফতার করে ফুলবাড়ি থানা পুলিশ।
অপরদিকে একই রাতে ফুলবাড়ী থানার অপর এক অভিযানে শিমুলবাড়ি মিয়া পাড়া গ্রামের মাদক কারবারি হামিদুল ইসলাম (৪৫) এর বসতবাড়ির ভিতর ৫৩ বোতল ইস্কাফ ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। মাদক ব্যবসার অভিযোগে হামিদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post