শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা,দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির জনকের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছ
সোমবার সকাল ১০টায় স্বাধীনতার বিজয় স্ত্মম্ভে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ,কুড়িগ্রাম প্রেসক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটরিয়ামে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাংকন রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে পুরস্কারপ্রাপ্তদের পুরষ্কার বিতরণ করা হয়।
অপরদিকে,কুড়িগ্রামে বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা,চিত্রাংকণ প্রতিযোগীতা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এল//