Print Date & Time : 10 May 2025 Saturday 2:59 pm

কুড়িগ্রামে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে কলেজ শিক্ষক মোকছেদুর রহমান (দুলাল) এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, কুড়িগ্রামের ভোগডাঙ্গা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোকছেদুর রহমান (দুলাল) এর কাছে পূর্ব শত্রুতার জেরে বিসিক এলাকার নুরুন্নবী সরকার গ্রুপ বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
শনিবার সন্ধ্যায় শিক্ষক মোকছেদুর রহমান (দুলাল) কুড়িগ্রাম শহর থেকে নিজ বাড়িতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। কুড়িগ্রাম যতিনেরহাট এলাকায় পৌঁছলে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত নুরুন্নবী সরকার, আহিনুর রহমান, আনিছুর, মাসুদ রানাসহ ২০-২৫জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেল চালানো অবস্থায় তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তার ডান হাতে ছুরিকাঘাত লাগে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ফুসে উঠেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা এমন বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষিদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।

দৈনিক দেশতথ্য//এসএইচ//