কুড়িগ্রাম ‘শিশু যৌন নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় করণীয়’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্স এ সহযোগিতায় শিশু ও যুব সংগঠন কাঠপেন্সিল সোমবার (২১ আগস্ট) সকালে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ ক্যাম্পেইন আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা হক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
কাঠপেন্সিলের জেলা সমন্বয়ক কে.এম. রেজওয়ানুল হক নুরনবী ক্যাম্পেইনে শিশু যৌন নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। সে সাথে এসব ক্ষেত্রে আমাদের করণীয় বিষয়গুলো সুস্পষ্টভাবে ব্যাখা করেন। পরে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান শিশুদের সুরক্ষায় সমাজের সবাইকে কাজ করার আহবান জানান। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশুদের বাঁচাতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পরামর্শও দেন তিনি।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post