Print Date & Time : 15 May 2025 Thursday 10:06 pm

কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ

শাহীন আহমেদ, কুড়িগ্রামঃ: তীব্র শীতে কাতর কুড়িগ্রাম জেলার মানুষ। শীতার্ত এসব মানুষের কথা চিন্তা করে পাশে দাঁড়িয়েছে গ্রামীণ ব্যাংক।

কুড়িগ্রাম জোনাল ম্যানেজার মোঃ আব্দুল হামিদ। জোনের ৪৬টি শাখা অফিসে একযোগে শীতার্ত দরিদ্র সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শুরু করেছেন।
প্রতিদিন প্রতিটি শাখা অফিসে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম এরিয়ার কাঁঠালবাড়ী কুড়িগ্রাম শাখায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক কুড়িগ্রামের এরিয়া ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, কাঁঠালবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, কাঁঠালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও শাখার কর্মীবৃন্দ। শীতের পুরো সময় জুড়ে এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে এরিয়া ম্যানেজার।

দৈনিক দেশতথ্য//এসএইচ//