Print Date & Time : 20 July 2025 Sunday 12:00 pm

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শাহীন আহমেদ, কুড়িগ্রামঃ ঢাকা নার্সিং কলেজের ‘স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অরগানাইজেশন’ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন কুড়িগ্রামের শীতার্ত নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে।

শনিবার দুপুরে সংগঠনটি কুড়িগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে শতাধিক শীতার্ত মানুষজনের মাঝে কম্বল বিতরণ করেছে।

কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ প্রধান অতিথি এবং যুগ্ন সম্পাদক মাহফুজ খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীর পিতা ও কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্মাদক শাহীন আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।

শীতে কম্বল পেয়ে হাসপাতালপাড়া বস্তির গোলেনুর বেওয়া (৫৫) বলেন, প্রচন্ড শীতে কাঁথা কম্বলের অভাবে কষ্টে ছিলাম। এই কম্বলটা পেয়ে আনন্দ লাগছে। আজ থেকে শীত নিবারণে আর কষ্ট হবে না।
বাস টার্মিনাল ছয়ানিপাড়া বস্তির জয়েনুদ্দিন (৬০) কম্বল পেয়ে হাসিমুখে জানান, এখানে খুব শীত। আমার কম্বলের খুব দরকার ছিল। এখন কম্বল পেলাম। খুব খুশি আমি। যারা আমাদের কম্বল দিলেন তাদের দোয়া করছি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//