কুড়িগ্রামে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কুড়িগ্রাম জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসন চত্বরে উদগীরণ প্রাঙ্গণে শেখ রাসেল’র প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কুড়িগ্রাম জেলা পরিষদ,জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম সরকারি কলেজ, জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী,জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম,২১ পদকপ্রাপ্ত এ্যাড.আব্রাহাম লিংকন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদাক সাঈদ হাসান লোবান,জেলা শিল্পকলা একাডেমীল সাধারণ সম্পাকদ রাসেদুজ্জামান বাবু সহ জেলার সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন চত্বরে থেকে একটির্ যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পর্যায়ে মূল অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দেন।
এরপর “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত্ম প্রাণবন্ত্ম নির্ভীক”শীর্ষক সেমিনার সভা অনুষ্ঠিত হয়।এরপর সকাল ১১টায় “প্রিয় শেখ রাসেল” বিষয়ক প্রেজেন্টেশন প্রতিযোগিতা সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
জা//দৈনিক দেশতথ্য//১৯ অক্টোবর ২০২২//

Discussion about this post