চার বছরে শেষ হয়নি ব্রীজের নির্মান কাজ,যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করাকে কেন্দ্র করে দৈনিক দেশ রুপান্তর ও ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মো. জুয়েল রানাকে শুলকুর বাজার ব্রিজের কাছে হুমকি এবং নদীর পানিতে ফেলে মারধর করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কয়েকজন নৌকা মাঝিদের বিরুদ্ধে।
১৮ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজারের ব্রিজ দিয়ে বাড়ি যাবার পথে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিককে প্রাণ নাশের হুমকিও দেন অভিযুক্ত মাঝিরা।
হামলার শিকার সাংবাদিক জুয়েল রানা জানান, সোমবার (১৭ অক্টোবর) ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় ” চার বছরে শেষ হয়নি ব্রীজের নির্মান কাজ ,যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়
শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে আমি পুরো যাত্রীদের হয়রানী ও অতিরিক্ত ভাড়ার বিষয়টি তুলে ধরি। এরপর সন্ধা সাড়ে ৭টার দিকে আমি বাড়ি যাবার পথে নৌকার মাঝিরা আমাকে ডেকে নিয়ে আমার উপর অর্তকিত হামলা করে।
বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ ব্যাপারে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান জুয়েল রানা। বর্তমানে সাংবাদিক জুয়েল রানা কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ হামলার ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম প্রেস ক্লাবেরসভাপতি রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক। তারা বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে তরুণ সংবাদকর্মী জুয়েল রানার ওপর এ ধরণের হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে প্রশাসনের কাছে দাবি জানাই, অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।’
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
জা//দৈনিক দেশতথ্য//১৯ অক্টোবর ২০২২//