Print Date & Time : 10 May 2025 Saturday 5:01 pm

কুড়িগ্রামে সরকারী খাস জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে সরকারি খাস/অর্পিত জমি অবৈধ ভাবে দখল করে নির্মিত মার্কেট উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসির পক্ষে মোঃ আব্দুল গনি মিয়া।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি পাঙ্গাহাট সংলগ্ন হাটের ১শত গজ উত্তর দিকে অবস্থিত সরকারি খাস /অর্পিত জমি যাহার এস এ দাগ নং ২২২৩ আর এস দাগ নং ২৬৫৫ দাগে ০.২০একর জমিতে ঔ এলাকার মৃত, আলাউদ্দিনের পুত্র পাঙ্গারানী লক্ষীপ্রিয়া স্কুল এন্ড কলেজের সহকারী লাইব্রেরিয়ান প্রভাবশালী ভুমিদস্যু মোঃ মাহবুবার রহমান নিজস্ব ক্ষমতা বলে সরকারি জমি সরকারের কোন প্রকার অনুমতি বা লিজ ছারাই জোর পুর্বক দক্ষল করে পাকা স্থাপনা /মার্কেট নির্মান করে ব্যবসা করে আসছেন। উক্ত জায়গায় মার্কেট টি নির্মান করায় পাশে থাকা ইজারাকৃত পাঙ্গা হাট টি প্রায় বিলুপ্তির পথে। এতে করে ইজারাদার যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছেন, তেমনি সরকার ও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। একটি ইজারাকৃত হাটের পাশে অবৈধ ভাবে আর একটি মার্কেট নির্মান করায় ঔ এলাকার ঔতিহ্যবাহী পাঙ্গা হাট ও সরকারের নির্মানাধীন গ্রোয়স মার্কেট টি অচল হয়ে যাচ্ছে।
এ কারনে ঔ এলাকার শতাধিক ব্যক্তি কুড়িগ্রাম জেলা প্রশাসক সহ সরকারের বিভিন্ন উচ্চ মহলে অবৈধ ভাবে সরকারি জমি দখল করে মার্কেট নির্মান করায় এবং পাশে থাকা সরকারি হাটটি বাচাতে তাহা উচ্ছেদের জন্য অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যপারে ছিনাই ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা কার্তিক চন্দ্র সরকারের সাথে কথা হলে তিনি জানান, ওই জমিটি সরকারি খাস /অর্পিত সম্পত্তি। যাহা মাহবুবার রহমান ক্ষমতার দাপটে জোর করে দখল নিয়ে অবৈধ ভাবে মার্কেট নির্মান করেছেন।
তিনি আরও বলেন, আমি এ ব্যপারে আইনানুগত ব্যবস্থা গ্রহনের জন্য গত ১৯/৭/২২ইং তারিখে ৯১ নং স্বারকে সহকারী কমিশনার (ভুমি) রাজারহাট বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পত্র প্রেরন করেছি।
অভিযুক্ত মোঃ মাহবুবার রহমান বলেন, জমিটি নিয়ে জেলা প্রশাসক কে বিবাদী করে ৬৩/২২নং মামলা দায়ের করেছি, যাহা বিঞ্জ আদালতে চলমান আছে।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এর সাথে কথা হলে তিনি জানান, বিষয় টি নিয়ে নথি সৃজন এর কাজ চলছে। খুব তারাতারি ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক দেশতথ্য//এল//