Print Date & Time : 30 April 2025 Wednesday 9:35 pm

কুড়িগ্রামে সেরা করদাতা ডাঃ অমিত কুমার বসু

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে ডাক্তারদের মধ্যে সেরা করদাতা নির্বাচিত হয়ে সম্মাননা স্বারক পেয়েছেন কুড়িগ্রামের মানবিক চিকিৎসক ডা: অমিত কুমার বসু।
গত ২৯ ডিসেম্বর ২০২১-২০২২ অর্থ বছরে কর অঞ্চল রংপুরে কুড়িগ্রাম জেলায় চিকিৎসকদের মধ্যে সেরা করদাতা নির্বাচিত হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম তার হতে এ সম্মানতা ও ক্রেস্ট তুলে দেন।

গাইনি ডা: অমিত কুমার বসু দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সদর হাসপাতালে দক্ষতা ও সুনামের সাথে চাকরি করে আসছেন। তার এই দীর্ঘ চিকিৎসক পেশার জীবনে অসংখ্য দরিদ্র ও অসহাস মানুষকে বিনা পয়সার চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।তিনি কুড়িগ্রামে চিকিৎসা সেবা দিতে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন গ্রীণ লাইফ নামক একটি উন্নত হাসপাতাল।
তিনি হাসপাতালের চিকিৎসা সেবা প্রদান শেষে অবসর সময়ে বসেন তার প্রতিষ্ঠিত গ্রীন লাইফ হাসপাতালে। সেখানে তিনি সাধারন মানুষের চিকিৎসা সেবার পাশাপাশি গরীব অসহায় মানুষদের ও বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//