কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্কুলে যাওয়ার কথা বলে আইয়ুব আলী (১৩) ও নিরব (১১) নামের দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধানে ভুরুঙ্গামারী থানা সাধারণ ডাইরি করা হয়েছে।
নিখোঁজ স্কুল ছাত্র আইয়ুব আলী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রামের নুরুন্নবীর ছেলে ও পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিরব একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
তাদের চাচা আক্তার আলী বলেন, নিখোঁজ আইয়ুব আলী ও নিরব আমার ভাতিজা। তারা গতকাল স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় পরে আর বাড়িতে ফিরে আসে নাই। সব আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েছি আমরা তারা কোথাও নাই। পরিবার থেকে রাগারাগি করাও হয়নি। হঠাৎ এমনটা হলো কেন আমরা বুঝতে পারছি না। তারা প্রতিদিন স্কুল শেষ করে টিউশনি করেই বাড়ি আসে।
স্কুলে খবর নিয়েছি তারা নাকি স্কুলেও যায়নি। কেউ যদি আমার ভাতিজা দুজনের সন্ধান দিতে পারতো আমরা দুঃশ্চিতা মুক্ত হতাম।
পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুরজ্জামান বলেন, আমি বিষয়টি আজ সকালে জানতে পেরেছি। তারা তো গতকাল স্কুলে আসে নাই। বিষয়টি আসলেই চিন্তার।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুই ছাত্র নিখোঁজ হয়েছে এমন একটি জিডি পেয়েছি। তাদের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর নিচ্ছেন। আমরাও তাদের খুজতে জোর চেষ্টা চালাচ্ছি।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post